পাট খাতের বকেয়া ঋণ পরিশোধে সময় পেল ১০ বছর
এবার পাট শিল্পখাতে বিশেষ ছাড় দিলো সরকার। এ খাতের বকেয়া (অনিয়মিত) ব্যাংক ঋণ ব্লক হিসাবে স্থানান্তর করে ২ বছরের মোরাটোরিয়ামসহ ১০ বছরের পরিশোধ সুবিধা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে ন্যূন্যতম ২ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতেও বলা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সোমবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ আদেশ জারি করেছে।
এতে বলা হয়- অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পাট খাতের প্রতিটি কেইসের গুনাগুণ বিবেচনায় নিয়ে ব্যাংকার-গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদ এবং অত্যাবশ্যকীয় ক্ষেত্রে আসল বা আসলের অংশ বিশেষ ব্লক হিসাবে স্থানান্তরপূর্বক দুই বছরের মোরাটোরিয়ামসহ ১০ বছরে পরিশোধের সুবিধা প্রদান করতে হবে। তবে এ সুবিধা পরবর্তীতে বিতরণ করা ঋণের ক্ষেত্রে প্রদান করা হলে সেক্ষেত্রে এর মেয়াদ হবে সর্বোচ্চ ১ বছর।
এতে আরো বলা হয়, জাতীয় অর্থনীতিকে পাট খাতের অবদান বিবেচনায় রেখে গ্রহীতাদের ঋণ হিসাবের জন্য ব্লক সুবিধা প্রদানের ক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতে হবে।
পাট শিল্পের বিশেষ বিবেচনায় এ সুবিধাটি দেওয়া হয়েছে। এর আগে, ব্লক সুবিধা গ্রহণকারী ঋণ গ্রহীতা ও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়মিত ও শ্রেণি বিন্যাসিত হয়েছে, তারাও এ সুবিধা পাবেন।
এসআই/এমএইচএস