দিনে সাড়ে ১২ হাজারের বেশি পশু বিক্রি হচ্ছে অনলাইনে
গত ১০ দিনে সারাদেশে অনলাইনে কোরবানির ১ লাখ ২৭ হাজার ৫৬টি পশু বিক্রি হয়েছে। এসব পশুর আর্থিক মূল্য প্রায় ৯১১ কোটি টাকা। আর অনলাইনে পশু বিক্রিতে এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ।
প্রাণিসম্পদ অধিদফতরের অনলাইনে কোরবানিযোগ্য গবাদিপশু বিক্রয় কার্যক্রম অগ্রগতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সময়ে অনলাইনে এসব পশু বিক্রি হয়েছে। যা দিনে গড়ে সাড়ে ১২ হাজারের বেশি। এ সময় পর্যন্ত সারাদেশে অনলাইনে ১ হাজার ৪৬৬টি বাজার বসেছে। এসব বাজারে গরু, ছাগল ও ভেড়ার ছবি আপলোড হয়েছে ২ লাখ ৪২টি।
অধিদফতরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অনলাইনে পশু বিক্রিতে এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে ৮৭ হাজার ৫৩৩টি গবাদিপশু ৬০৯ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। পরের স্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে ১৪ হাজার ৯২৭টি গবাদিপশু ১৪৭ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৪৭ টাকায় বিক্রি হয়েছে।
রাজশাহী বিভাগে ১২ হাজার ৪৮৯টি গবাদিপশু বিক্রি হয়েছে ৭৫ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ২৮৫ টাকায়। খুলনা বিভাগে ৩ হাজার ৭৫টি গবাদিপশু বিক্রি হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৭০০ টাকায়। বরিশাল বিভাগে ১ হাজার ১২৬টি গবাগিপশু বিক্রি হয়েছে ৮ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৪০০ টাকা।
সিলেট বিভাগে ৮৭৪টি গবাদিপশু বিক্রি হয়েছে ৬ কোটি ৭ লাখ ৭৩ হাজার ২৩৮ টাকায়। রংপুর বিভাগে ৬ হাজার ৭৭৪টি গবাদিপশু বিক্রি হয়েছে ৩৭ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৩০০ টাকায়। ময়মনসিংহ বিভাগে ২৫৮টি গবাদিপশু বিক্রি হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টকায়। মোট ৯১০ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ২৭০ টাকায় এসব গবাদিপশু বিক্রি হয়েছে।
এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদফতরের সম্প্রসারণ শাখার পরিচালক ডা. দেবাশীষ দাশ ঢাকা পোস্টকে বলেন, সারাদেশে ৪৯৫টি উপজেলায় আমাদের প্রাণিসম্পদ কর্মকর্তারা অনলাইনে পশু বিক্রির কার্যক্রমে খামারিদের সহায়তা করছেন। তারা নিয়মিত আপডেট তথ্য সংগ্রহ করে অধিদফতরের প্রধান কার্যালয়ে পাঠাচ্ছেন।
প্রাণিসম্পদ অধিদফতরের খামার শাখা সূত্র জানায়, সারাদেশে এ বছর কোরবানিযোগ্য ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি পশু প্রস্তুত হচ্ছে। গত বছর প্রস্তুত ছিল ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি পশু। আর কোরবানি উপলক্ষে জবাই করা পশুর সংখ্যা ছিল ৯৪ লাখ ৫০ হাজার ২৬৩টি। অবশ্য তার আগের বছরগুলোতে ১ কোটি ৪ থেকে ৫ হাজার পশু জবাই হয়েছে।
একে/জেডএস