শীতে ফসলের যত্নে যা করতে হবে
একদিকে মাঘ মাস অপরদিকে শৈত্যপ্রবাহ। সব মিলিয়ে শীতে কাঁপছে দেশের অধিকাংশ এলাকা। এ সময়ে মাঠে থাকা রবি শস্যের যত্ন একটু সতর্কতার সঙ্গে নিতে হবে।
কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী ঢাকা পোস্টকে বলেন, এ সময়ে মাঠে থাকা প্রতিটি ফসলের যত্ন গুরুত্ব সহকারে নিতে হবে। শীতের কারণে অনেক ফসলে রোগবালাইয়ের আক্রমণ দেখা দেয়। তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
নিচে বিভিন্ন ফসলের যত্নে এ কৃষিবিদের পরামর্শ গুলো তুলে ধরা হলো:
বোরো ধান
তীব্র শীতে বোরো ধানের যত্নে বেশি সচেতন থাকতে হবে। ইউরিয়া সারের উপরি প্রয়োগ সঠিকভাবে করতে হবে। ধানের চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর প্রথম কিস্তি, ৩০ থেকে ৪০ দিন পর দ্বিতীয় কিস্তি ও ৫০ থেকে ৫৫ দিন পর শেষ কিস্তি হিসেবে ইউরিয়া সার উপরি ভাবে দিতে হবে।
চারা রোপণের ৭ থেকে ১০ দিনের মধ্যে গুটি ইউরিয়া দিতে পারেন। এতে একরপ্রতি ৬৫ কেজি গুটি ইউরিয়া দিতে হবে। বোরো ধানে নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি আগাছা দমন, বালাই ব্যবস্থাপনাসহ অন্যান্য পরিচর্যা করতে হবে।
রোগ ও পোকা থেকে ধান গাছ বাঁচাতে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে পরিচ্ছন্ন চাষাবাদ, আন্ত-পরিচর্যা, যান্ত্রিক দমন, উপকারী পোকা সংরক্ষণ, ক্ষেতে ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করা, আলোর ফাঁদ এসবের মাধ্যমে ধানক্ষেত বালাই মুক্ত করতে পারেন।
এসব কৌশলে রোগ ও পোকার আক্রমণ প্রতিহত করা না গেলে শেষ উপায় হিসেবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বালাইনাশক, সঠিক সময়ে, সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে।
গম
গমের জমিতে যেখানে ঘন চারা রয়েছে তা পাতলা করে দিতে হবে। গম গাছ থেকে যদি শীষ বের হয় বা গম গাছের বয়স ৫৫ থেকে ৬০ দিন হয় তবে জরুরিভাবে গম ক্ষেতে একবার সেচ দিতে হবে। ভালো ফলনের জন্য দানা গঠনের সময় আরেকবার সেচ দিতে হবে। গম ক্ষেতে ইঁদুর দমনের কাজটি সবাই মিলে একসঙ্গে করতে হবে।
ভুট্টা
ভুট্টা গাছে গোড়ার মাটি তুলে দিতে হবে। গোড়ার মাটির সঙ্গে ইউরিয়া সার ভালো করে মিশিয়ে দিয়ে একবার সেচ দিতে হবে। গাছের নিচের দিকের মরা পাতা ভেঙে দিতে হবে। ভুট্টার সঙ্গে সাথী বা মিশ্র ফসলের চাষ করলে সেগুলোর প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে।
আলু
আলুর নাবি ধসা রোগ দমনে স্প্রেয়িং শিডিউল মেনে চলতে হবে। মড়ক রোগ দমনে দেরি না করে ২ গ্রাম ডায়থেন এম ৪৫ অথবা সিকিউর অথবা ইন্ডোফিল প্রতি লিটার পানির সঙ্গে মিশিয়ে সাত দিন পরপর স্প্রে করতে হবে।
মড়ক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে। আলু ফসলে মালচিং, সেচ প্রয়োগ, আগাছা দমনের কাজগুলোও করতে হবে। আলু গাছের বয়স ৯০ দিন হলে মাটির সমান করে গাছ কেটে দিতে হবে। এর ১০ দিন পর আলু তুলে ফেলতে হবে। আলু তোলার পর ভাল করে শুকিয়ে বাছাই করতে হবে ও সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।
একে/ওএফ