ভোগান্তি এড়াতে শীত আসার আগেই এসব যত্ন নিন বাইকের
শীতের সকালের মিষ্টি রোদ যেমন উপভোগ্য, বাইকারদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিংও বটে। ভোরের ঘন কুয়াশা, পিচ্ছিল রাস্তা আর কনকনে ঠান্ডা বাতাস- সব মিলিয়ে রাইডিং হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, শীতের আবহাওয়া আপনার প্রিয় বাইকের পারফরম্যান্সের ওপরও প্রভাব ফেলে।
তবে শীত শুরু হওয়ার আগেই যদি বাইক এবং নিজের জন্য কিছু আগাম প্রস্তুতি নেওয়া যায়, তবে এই মৌসুমের রাইডিংও হতে পারে নিরাপদ, আরামদায়ক ও নিশ্চিন্ত।
বিজ্ঞাপন
তাহলে এবার জেনে নেওয়া যাক, শীতেকালের জন্য বাইকের কী কী যত্ন নেবেন...
ব্যাটারি পরীক্ষা করে নিন
বিজ্ঞাপন
শীতকালে বাইকের সবচেয়ে বড় সমস্যা হয় ব্যাটারি নিয়ে। ঠান্ডা আবহাওয়ায় ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়, ফলে সকালে স্টার্ট নিতে চায় না। তাই শীত শুরুর আগেই ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করিয়ে নিন। ব্যাটারি পুরোনো হলে বা চার্জ ঠিকমতো না থাকলে পরিবর্তন করে ফেলাই ভালো। আর বাইক দীর্ঘ সময় বন্ধ না রেখে প্রতিদিন অন্তত একবার স্টার্ট দিন।
ইঞ্জিন অয়েল বদলান সময়মতো
ঠান্ডায় ইঞ্জিন অয়েল ঘন হয়ে যেতে পারে, যা ইঞ্জিনের ভেতর সঞ্চালনে বাধা দেয়। তাই শীতের জন্য উপযোগী (সঠিক গ্রেডের) ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। সম্ভব হলে ভালো মানের সেমি-সিনথেটিক বা ফুল-সিনথেটিক মবিল ব্যবহার করুন, যা কম তাপমাত্রাতেও তরল থাকে। স্টার্ট দিয়েই রাস্তায় নামবেন না, অন্তত এক মিনিট ইঞ্জিন চালু অবস্থায় রেখে গরম হতে দিন।
টায়ারের গ্রিপ ঠিক আছে কি না দেখুন
শীতের সকালে শিশির বা কুয়াশায় রাস্তা অনেক সময় পিচ্ছিল থাকে। তাই টায়ারের গ্রিপ বা ট্রেড ঠিক আছে কিনা দেখে নিন। গ্রিপ কমে গেলে স্লিপের ঝুঁকি বাড়ে। কোম্পানির নির্ধারিত মাত্রায় টায়ারের বাতাস রাখুন।
এয়ার ফিল্টার ও স্পার্ক প্লাগ পরিষ্কার রাখুন
শীতে বাতাসে ধুলাবালি বেশি থাকে, ফলে এয়ার ফিল্টার ও স্পার্ক প্লাগে ময়লা জমে বাইকের স্টার্টে সমস্যা হয়। নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন, প্রয়োজনে বদলান। স্পার্ক প্লাগ পরিষ্কার রাখলে একবারেই বাইক চালু হবে।
চেইনে লুব্রিকেন্ট ব্যবহার করুন
ধুলাবালির কারণে শীতে বাইকের চেইন দ্রুত শুকিয়ে যায় এবং ময়লা জমে। এতে শব্দ হয় ও চেইনের আয়ু কমে। তাই নিয়মিত চেইন পরিষ্কার করুন এবং ভালো মানের লুব্রিকেন্ট ব্যবহার করুন।
শীতের আগে সামান্য এই প্রস্তুতিগুলো নিলে বাইকও থাকবে ভালো, রাইডও হবে নিশ্চিন্ত।
ডিএ