বাংলাদেশি যাত্রীদের থাইল্যান্ড নিয়ে যেতে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে থাই এয়ার এশিয়া। বাংলাদেশিদের জন্য ব্যাংকক-ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থাই এয়ার এশিয়া জানায়, আগামী ২৪ নভেম্বর থেকে ফ্লাইট চালু হবে। থাই এয়ার এশিয়া ব্যাংককের ডন মিয়াং এয়ারপোর্ট থেকে ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহে ৪ দিন ফ্লাইট পরিচালনা করবে তারা। দেড়শ সিটের এয়ারবাস এ৩২০ মডেলের এয়ারক্রাফট দিয়ে চলবে এই ফ্লাইট।
 
এয়ারলাইন্সটি জানায়, সপ্তাহে ৪ দিন ব্যাংকক থেকে রাত ১১টায় রওনা হয়ে বাংলাদেশে রাত ১২টা ২৫ মিনিটে অবতরণ করবে ফ্লাইট। বাংলাদেশ থেকে রাত ১২টা ৫৫ মিনিটে রওনা হয়ে যাত্রীদের ভোর ৪টা ২০ মিনিটে থাইল্যান্ড পৌঁছে দেওয়া হবে।

বর্তমানে ঢাকা ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা করছে।

এআর/জেডএস