ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে শুরু হচ্ছে অষ্টম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ)। চার দিনব্যাপী এ উৎসব শুরু হবে শনিবার (২৬ ফেব্রুয়ারি)।

এ আসরকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ক্যাম্পাসে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন।

এতে জানানো হয়, উৎসবটি শুরু হবে বিশ্বব্যাপী ৩১টি দেশ থেকে জমা হওয়া ১৫৩টি চলচ্চিত্রের মধ্য থেকে বাছাইকৃত ২৬টি চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে।

প্রতিবছরের মতো এবারও মাস্টারক্লাসের আয়োজন করেছে ডিআইএমএফএফ। এবারের কর্মশালাটি করাবেন অ্যান্ডি বার্গেস। তিনি লন্ডনের ডিজিটাল ক্রিয়েটর। তিনি সাধারণত ইউটিউব ডকুমেন্টারি তৈরি করে থাকেন। একই সঙ্গে তিনি ‘রেড বুল অরিজিনস’ এর নির্মাতা ও উপস্থাপক। ২০১৬ থেকে তিনি নিয়মিত অনলাইনে নিজের অভিজ্ঞতা শেয়ার এবং ট্রেনিং করিয়ে যাচ্ছেন।

অষ্টম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের তিনটি বিভাগে সিনেমা জমা দেওয়া শুরু হয়েছিল গত বছরের ৩ এপ্রিল এবং শেষ হয়েছিল একই বছরের ২৮ অক্টোবর। ইন্ডিপেন্ডেন্ট বিভাগের ওপর সংযোজন করা হয়েছে ‘ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। কম্পিটিশন বিভাগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরেছে এবং এই বিভাগে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’ এর জন্য ওয়ান মিনিট ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে।

প্রতি বছর ডিআইএমএফএফ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে একটি ফেস্টিভ্যাল থিম নির্ধারণ করে। এবারের ফেস্টিভ্যাল থিম ‘নকশি পাখা’। বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করার জন্য এই বছর এ থিমটি ব্যবহার করা হয়েছে।

আইএসএইচ