ঢাবির ডুসামের নেতৃত্বে আরিফ-নোমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মিরসরাইয়ের (ডুসাম) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন ফিন্যান্স বিভাগের আব্দুল্লাহ আল নোমান এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের এজাজ হোসেন ফাহিম। তারা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত।
বিজ্ঞাপন
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সংগঠনের সাবেক সভাপতি রায়হান কাউসার, সংগঠনের সদ্য সাবেক সভাপতি জাছেম বিন মহিব এবং সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন ভূঁইয়া নবনির্বাচিতদের হাতে দায়িত্ব তুলে দেন।
নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম বলেন, ডুসাম একটি পরিবার। পরিবারের সার্বিক কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাব। শিক্ষা, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার মাধ্যমে এ পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। তিনি বলেন, আমাদের পরিবারের সব নবীন ও উদ্যমী সদস্যের সহযোগিতা ও সুন্দর পরামর্শকে পুঁজি করে সংগঠনকে পরিচালনা করার প্রয়াস থাকবে।
বিজ্ঞাপন
সাধারণ সম্পাদক নোমান বলেন, আমাদের ওপর বিশ্বাস এবং ভরসা রেখে ডুসামের নেতারা আমাদের এ গুরুদায়িত্ব দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সংগঠনে আমরা জবাবদিহিতা নিশ্চিত করে ডুসামকে একটি অনুকরণীয় সংগঠনে পরিণত করতে চাই।
‘শিক্ষা-ভ্রাতৃত্ব-সহযোগিতা’ স্লোগান সামনে রেখে ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘ডুসাম’ নামের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি মিরসরাইয়ের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।
এইচআর/এসএসএইচ