জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ক্যাম্পাস। নানা আয়োজনে তাদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

মঙ্গলবার (৮ মার্চ) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, মিষ্টি, খাবার ও উপহার দিয়ে বরণ করে নেন। সারাদেশ থেকে আসা নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় হচ্ছেন বিভিন্ন ছাত্রসংগঠন এবং বিভাগের বড় ভাই-বোনরা।

বিভাগীয় শিক্ষকরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নবীনদের পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিজের ক্যাম্পাস ভাবতে পেরে অন্যরকম আনন্দ কাজ করছে। স্কুল বা কলেজে পড়ার সময় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন অনেকের মনে উঁকি। আজ শুরু হলো বিশ্ববিদ্যালয় জীবনের সেই প্রথম দিন। প্রত্যাশা ছিল ঢাকার যেকোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব। এমন একটা ক্যাম্পাস পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।

বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের নবীন শিক্ষার্থী সাজরাতুল নাঈম ফারাবী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সিনিয়ররা নিজ থেকেই আমাদের সঙ্গে পরিচিত হচ্ছেন, যেটা ভালো লাগার বিষয়।

এমটি/এমএইচএস