বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্মে ৬ষ্ঠ বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।
বিজ্ঞাপন
বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ড. তানিয়া শরমিন খালেকের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকাত আলী, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি'র সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সমাজে নারীদের অবদান, নারীদের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
অলিম্পিয়াডে ১০ জন বিজয়ীর মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। গত ৪ মার্চ ২০২২ শুক্রবার ছাত্রীদের মধ্যে অনলাইনে গণিত বিষয়ে বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রী এতে অংশগ্রহণ করে।
এইচআর/এনএফ