আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে সৈকত চৌধুরী ও সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে ফরহাদ হাসান সুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দুজনেই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের শিল্পকলা ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এর আগে তারা ওই অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (৮ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে চারুকলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদের ছাত্রলীগ সভাপতি তন্ময় দেব নাথের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি অধ্যাপক জামাল উদ্দীন আহমেদ, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এর আগে ২০১৭ সালের ৩০ নভেম্বর চারুকলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। এতে সভাপতির দায়িত্ব পান তন্ময় দেবনাথ আর সাধারণ সম্পাদক হন ফাহিম হোসেন লিমন।

এইচআর/এনএফ