অস্ট্রেলিয়া প্রবাসী এনামুল ভূঁইয়া মুকুলের তত্ত্বাবধানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সময়ে অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়ে‌ছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

এনামুল ভূঁইয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তখনকার সহপাঠীদের এক মিলনমেলায় পরিণত হয় এ মিট অ্যান্ড গ্রিট আয়োজন। 

এনামুল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শেকৃবি ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

এ সময় কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৪৫ প্রতিযোগীর মধ্যে ১৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়। নগদ ১ হাজার টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী ছিল কুইজ বিজয়ীদের পুরস্কার।

সহপাঠীদের সাথে স্মৃতি রোমন্থন করতে গিয়ে এনামুল ভূঁইয়া জানান, দেশে তিনি কৃষিবিজ্ঞানে স্নাতক শেষ করে  ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াতে নাগরিকত্ব নেন এবং পরে সেখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা লাভ করেন। তিনি দেশে একসময় কৃষি গবেষণা ইন্সটিটিউটে চাকরি করলেও ২২ বছর ধরে অস্ট্রেলিয়ার স্যোশাল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি বলেন, আমার লক্ষই হলো চ্যারিটি।

উপাচার্য শহীদুর রশীদ ভূইয়া বলেন, অস্ট্রেলিয়াতে থেকেও নিজের শিক্ষাপ্রতিষ্ঠান, দেশের প্রতি যে তার অকৃত্রিম ভালোবাসা তা অনুকরণীয়। এরকম কুইজ প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-গবেষক সবার মধ্যে ইতিবাচক মেলবন্ধন তৈরি হবে সেই কামনা করি। 

উপাচার্য বলেন, ২০৪১ সালে আমরা যে উন্নত দেশে পরিণত হব, সে তুলনায় বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে কিংবা প্রযুক্তিগত উন্নয়নে আমরা এখনো পিছিয়ে। এখনই দৃঢ় পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে আমাদের সামগ্রিক উন্নয়ন।