ভর্তির আবেদন ফি-হলে খাবারের দাম কমানোর দাবিতে ঢাবিতে সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি কমানোসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- প্রশাসনিক উদ্যোগে হলে হলে ডাইনিং সিস্টেম চালু করা, খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা।
বিজ্ঞাপন
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজিব কান্তি রায়ের সভাপতিত্বে ও বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য জাবির আহমেদ জুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফাহিম শিহাব রেওয়াজ, ঢাবি ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জেসান অর্ক মারান্ডি, আরাফাত সাদ, ঢাবি ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক আরমানুল হক প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, 'ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধি ও ভর্তির আবেদন ফি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। শাসকশ্রেণি যে দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো শিক্ষাব্যবস্থাকে পরিচালিত করছে, তার অবিচ্ছেদ্য অংশ এসব শিক্ষা স্বার্থবিরোধী সিদ্ধান্ত। শিক্ষায় ক্রমাগত রাষ্ট্রীয় বরাদ্দের সংকোচন করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়ানোর লক্ষ্যে এমন সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা বিশ্ববিদ্যালয় চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, দফায় দফায় ক্যান্টিনের খাবারের দাম বাড়িয়ে শিক্ষার্থীদের ভোগান্তি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীরদের খাবারের জন্য যে সুসংগঠিত ও সুলভ আয়োজনের প্রয়োজন ছিল বিশ্ববিদ্যালয় পরিচালনার নীতি থেকে তাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হচ্ছে।
নেতারা অবিলম্বে ভর্তির আবেদন ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, হল ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানো ও মান বাড়ানো এবং প্রশাসনিক উদ্যোগে হলে হলে ডাইনিং সিস্টেম চালু ও খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠনের দাবি জানান।
এইচআর/জেডএস