২১ মে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
করোনাভাইরাসের কারণে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে থেকে শুরুর প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির জরুরি সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়। ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ডিনস কমিটির জরুরি সভায় ২১ মে ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, ২১ মে ক ইউনিট, ২২ মে খ ইউনিট, ২৭ মে গ এবং ২৮ মে ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য ঢাকা পোস্ট-কে জানান, একটি প্রস্তাব এসেছে, তবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের (এইউবি) সভা অনুষ্ঠিত হবে। সেখানেও এ বিষয়ে আলোচনা হতে পারে।
এফআর