চবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
যৌন হয়রানির শিকার ওই শিক্ষার্থী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত একটি বিভাগের ছাত্রী। পুরো ঘটনা তুলে ধরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এতে এর আগেও একাধিক বার যৌন হয়রানির শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে যৌন নিপীড়নের মতো ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আমরা এর বিচার পাচ্ছি না। এখন একা বের হতে ভয় লাগে। এই ঘটনার বিচার চেয়ে আজ প্রক্টর স্যারের কাছে অভিযোগ করব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুইয়ার সঙ্গে বেলা সাড়ে ১১টায় মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, এখনও এ বিষয়ে অভিযোগ পাইনি। শিক্ষার্থীর সঙ্গে আপনাদের কথা হলে বলবেন যেন আমাদের জানাই। আমরা বিষয়টি দেখব।
বিজ্ঞাপন
এসপি