ভারতে এক টেলিভিশনের টকশোতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে রাষ্ট্রকর্তৃক এর নিন্দা জ্ঞাপনের দাবি জানানো হয়।

ঢাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

এ সময় তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইসলাম ও মুসলিমদের উপর খড়গহস্ত নেমে এসেছে। তাদের কাছে গরুর মূল্য থাকলেও মুসলমানদের রক্তের কোন মূল্য নেই। সম্প্রতি মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করে তারা সাম্প্রাদায়িক ও জঙ্গিবাদী আচরণ করেছে। আমরা এই নোংরা হস্তক্ষেপের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ায় সেখানে কোনো ধর্মীয় উস্কানি বাংলাদেশেও প্রভাব ফেলে। তাই আমাদের দাবি বাংলাদেশেও ধর্মীয় সংঘাত এড়াতে অতিসত্বর সংসদে নিন্দা প্রস্তাব আনা হোক।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, ভারত আজকে এই প্রথম নয় তারা আরও অনেক বার মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করেছেন এবং মুসলমানদেরকে হত্যা করেছে। 
 
তিনি বলেন, ভারত উপমহাদেশে মুসলমানরা যখন শাসন করেছিল তখন সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ভাল ছিল। আজ বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে মরিয়া হয়ে গেছে। বিশ্বের প্রায় ১৬টি দেশ ভারতীয় পণ্য বর্জন করেছে। আমি সরকারকে বলব আমাদের দেশ থেকে যেন লিখিতভাবে প্রতিবাদ জানানো হয় এবং ভারতীয় হাই কমিশনারকে জবাবদিহিতার মুখোমুখি করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক, তথ্য ও গবেষণা বিভাগের কেন্দ্রীয় উপ-সম্পাদক ইমরান হোসাইন নূরসহ ঢাবি শাখার নেতারা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এইচআর/আইএসএইচ