৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গণহারে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে এ  কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১০ জুন) বিকেলে ঢাকা কলেজের মূল প্রশাসনিক ভবনের সামনে, খেলার মাঠের পাশে ও পুকুর পাড়ে বনজ, ফলদ ও ঔষধি অর্ধশতাধিক বৃক্ষরোপণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ‘সবুজ পৃথিবী সম্পদশালী পৃথিবী’ প্রতিপাদ্য নিয়ে প্রতিবছরই ৩১তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের উদ্যোগে সারাদেশে বৃক্ষরোপণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবারও সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে গণহারে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১তম বিসিএসের সকল কর্মকর্তারা তাদের কর্মস্থলে আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন।

৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান জানান, দেশব্যাপী সবুজ বনায়নের বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের এ কর্মসূচি পালন করা হয়। গত বছর দেশব্যাপী ৩ হাজার ১০০টি বৃক্ষ রোপণ করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও ডিএমপির তেঁজগাও জোনের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল বলেন, বর্তমানে সারাদেশেই গণহারে গাছ নিধনের ফলে পরিবেশ প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়ছে। যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সে তুলনায় খুব কম পরিমাণ রোপণ করা হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় রোধে এবং সুন্দর পরিবেশের প্রত্যাশায় আমাদের এ উদ্যোগ।

এ বছর ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচ হাজারের বেশি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি আব্দুল হাদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের যে আহ্বান জানিয়েছেন এতে সাড়া দিয়ে আমাদের এ কার্যক্রম শুরু হয়েছে। 

আরএইচটি/এসকেডি