অধ্যাপক মো. রহমত উল্লাহ ও অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। এতে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছে।

তফসিল অনুযায়ী রোববার (২০ ডিসেম্বর) রাত ৮টায় নির্বাচন পরিচালক অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এতে নীল দল ছাড়া অন্য কোনো দল মনোনয়নপত্র জমা দেয়নি।

তিনি জানান, আর কোনো প্রার্থী না থাকায় সোমবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

নীল প্যানেলে সভাপতি পদে রয়েছেন অধ্যাপক মো. রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এবং যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক মো. আব্দুর রহিম।

এছাড়া ১০টি সদস্য পদে রয়েছেন- অধ্যাপক জিয়া রহমান, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক আমজাদ আলী, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক আবু সারা শামসুর রউফ, অধ্যাপক মুহাম্মদ আব্দুল মঈন এবং অধ্যাপক নিসার হোসেন।

প্রতি বছরই ডিসেম্বরের শেষ সপ্তাহে এক বছর মেয়াদী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। নির্বাচনে প্রধানত আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিশ্ববিদ্যালয়ের বাম শিক্ষকদের সংগঠন গোলাপি দলও নির্বাচনে অংশ নেয়।

তবে এবছর নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেনি সাদা কিংবা গোলাপি দল।

এফআর