চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা জুনে ও জুলাইয়ে অনুষ্ঠিত হবে।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২২ থেকে ২৪ জুন ও ২৮ থেকে ১ জুলাই এবং ৫ থেকে ৮ জুলাইয়ে মধ্যে অনুষ্ঠিত হবে।

এছাড়া ইউনিট, উপ ইউনিট ভর্তি পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন এস এম আকবর হোছাইন।  

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে ডিন কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ডিনস কমিটি যে সম্ভাব্য তারিখ ঠিক করেছে এগুলোর মধ্যেই পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় বসতে ন্যূনতম আবেদনের যোগ্যতায় পয়েন্ট বাড়ানো হবে এবছর। তবে কত বাড়ানো হবে সেটা  এখনও নির্ধারিত হয়নি। ভর্তি পরীক্ষা কমিটি তা নির্ধারণ করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের মতো এবারও চারটি ইউনিট ও দুটি উপ ইউনিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতে পারে।

কেএম/এসএম