রাজধানীর পুরানা পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে বুথ বসিয়েছে ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে শ্রমজীবী বা নিম্নআয়ের (যারা ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত) মানুষদের জন্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন সহায়তা শুরু হয়েছে। রাজধানীর পুরানা পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে বুথ বসিয়েছে ছাত্র ইউনিয়ন। আগামী এক মাস চলবে সংগঠনটির ভ্যাকসিন নিবন্ধন সহায়তা কার্যক্রম।

সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন বলেন, ঢাকার তিনটি স্পটসহ আজ প্রথম দিনে রাজবাড়ী, ময়মনসিংহ, সিলেট, কুড়িগ্রাম, রাঙামাটি, পিরোজপুরে এই কার্যক্রম শুরু হয়েছে। কাল থেকে দেশের সব কয়টি জেলায় শ্রমিকঅধ্যুষিত অঞ্চলগুলোতে ছাত্র ইউনিয়ন এই স্পট রেজিস্ট্রেশন বুথগুলো বসাবে।

ভ্যাকসিন নিবন্ধন সহায়তার বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ঢাকা শহরের গার্মেন্টস শ্রমিক, বস্তির অধিবাসীরা, রিকশা চালক, নিম্নআয়ের মানুষরা ইন্টারনেট সুবিধা নিতে পারছেন না বলে তারা ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি সরকার উদাসীনভাবে অনলাইনে টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে শ্রমজীবীদের জন্যে আলাদা কোনো উদ্যোগ নেই। যারা এই করোনাকালীন সময়েও আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে তাদের জন্যে আলাদা ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে দাবি জানাই তাদের জন্যে আলাদাভাবে ভ্যাকসিন সুবিধা দেওয়া হোক। বাংলাদেশের প্রায় ১৬টি জেলায় আমাদের এই বুথ বসছে। আগামীদিনে চাহিদা অনুযায়ী আমরা এই সংখ্যা বৃদ্ধি করবো। 

নিবন্ধন সহায়তার বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্যাহ বলেন, বিনামূল্যে আমরা কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা কার্যক্রম পরিচালনা করছি শ্রমজীবী মানুষদের জন্যে। ভ্যাকসিন নিবন্ধন অনলাইনে হওয়ার কারণে অনেক শ্রমজীবী তা বুঝতে পারে না। তাই শ্রমজীবীরা যাতে সহজে ভ্যাকসিন নিতে পারে সে লক্ষ্যে ১ মাসব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে।  

এমটি/এনএফ