ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মঞ্চায়িত হতে যাচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক ‘ডাকঘর’। আর্ট হাউজের প্রযোজনা ও রাবেয়া রাবুর নির্দেশনায় ৫ ও ৬ আগস্ট নাটমণ্ডলের মঞ্চে নাটকটি মঞ্চায়িত হবে।

আর্ট হাউজের ‘ক্লাসোড্রামা’ নাট্যদলের দীর্ঘ ছয় মাস অভিনয় কর্মশালা শেষে এর দ্বিতীয় আবর্তনে অংশগ্রহণকারীদের নিয়ে নাটকটি পরিবেশিত হবে।

এতে অভিনয় করবেন ইফফাত নওশীন জয়ী, হৃদয় ঘোষ রাজীব, সুলতান মাহমুদ, মো. আশিকুজ্জামান, ইশরাত জাহান বুশরা, মো. মঞ্জু হোসেন, মুনিরা মাহজাবিন মিমো প্রমুখ। শব্দ পরিকল্পনা ও প্রয়োগে থাকবেন তানভীর নাহিদ খান ও রাবেয়া রাবু। আলোক পরিকল্পনা ও প্রয়োগে থাকবেন রাগীব নাঈম ও মনিরুজ্জামান রিপন।

উল্লেখ্য, ডাকঘর নাটকটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাঙ্কেতিক নাটক। এখানে যা অপ্রকাশ্য তা শেষমেশ অপ্রকাশিতই থেকে যায়। এর প্রধান চরিত্র অমল। অমলের মা ছোটতেই মারা যায়, বাবাও চলে যান কিছুদিন পরই। এরপর নিঃসন্তান দম্পতি মাধব দত্ত তাকে পোষ্য পুত্র হিসেবে গ্রহণ করেন। কিন্তু এক অজানা রোগে অমল আক্রান্ত হলে কবিরাজ তাকে ঘরের বাইরে যেতে নিষেধ করেন। কিন্তু কিশোর মনের দুরন্ত সত্ত্বা ঘরে বসে থাকার বিপক্ষে। তবুও তাকে ঘরে থাকতে হবে। অমলের নানান কর্মকাণ্ডকে ঘিরেই এগুবে নাটকের কাহিনি।

এইচআর/এসকেডি