শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ঢুকে সাবেক সহসভাপতি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার এক বছরপূর্তি ও বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভসহকারে কালো পতাকা মিছিলটি রাজু ভাস্কর্য ও শাহবাগ হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ খাঁন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, গত বছর ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ঢুকে সে সময়কার সহসভাপতিসহ (ভিপি) তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ।

তখন অভিযোগ উঠেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনও অংশ নেন। এমনকি ডাকসুর সাবেক জিএস সাধারণ-সম্পাদক গোলাম রাব্বানী এতে ইন্ধন দেন বলেও অভিযোগ শোনা যায়।

আমজাদ হোসেন হৃদয়/এফআর