বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৬ শিক্ষক-শিক্ষার্থী
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বিখ্যাত গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পৃথিবীর সেরা বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক ও একজন শিক্ষার্থী।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক জন পি.এ. ইয়োনিডিস গত ১০ অক্টোবর এলসেভিয়ার প্রকাশনার ওপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষণা বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তালিকায় স্থান পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ.এ. মামুন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম খলিল, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির অধ্যাপক শামীম কায়সার, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইমফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এ. মামুন।
সেরা গবেষক নির্ধারণে দুটি ধাপ অবলম্বন করা হয়। এর একটি হলো পুরো পেশাগত জীবনের ওপর এবং আরেকটি শুধু এক বছরের গবেষণা কর্মের ওপর। জাবির এই ৫ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী ২০২১ সালের জন্য সেরা গবেষকদের তালিকায় রয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞানীর প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। ওই প্রতিবেদনটি বিজ্ঞানীদের ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে মোট ২ লাখ গবেষককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে বাংলাদেশ থেকে মোট সেরা গবেষকের সংখ্যা ১৪২ জন। যার মধ্যে সবচেয়ে বেশি ইন্সটিটিউট অব এপিডেমোলজি, ডিজিজ অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) ১৬ জন। পাশাপাশি এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক রয়েছেন। গত বছর এই তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক ছিলেন।
আলকামা/এসপি