দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে দুই দিনব্যাপী ‘৫ম রোবট অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে পুরস্কার বিতরণের মাধ্যমে এই অলিম্পিয়াডের পর্দা নামে। অলিম্পিয়াডের পাঁচটি ক্যাটাগরিতে ৩২ জনকে দেওয়া হয়েছে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক।

জুনিয়র ও চ্যালেঞ্জ গ্রুপে মোট পাঁচটি ক্যাটাগরিতে সারা দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে এক হাজারের বেশি নিবন্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল৷ তিনি বলেন, সব পেশাকে সম্মানজনক মনে করতে হবে। প্রত্যেক পেশায় নতুন কিছু করা যায়, এ নিয়ে এগোতে হবে। সবসময় চাকরি করার মানসিকতা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে চাকরি দেওয়ার, উদ্যোক্তা হওয়ার এবং নতুন কিছু জাতিকে উপহার দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

অভিভাবকদের উদ্দেশে নওফেল বলেন, ফলের ওপর ভরসা না রেখে সন্তানকে কাজের প্রতি গুরুত্ব দেওয়া শেখান। আপনারা সন্তানদের লাখ লাখ টাকার আয় করার মানসিকতা তৈরি করার চেয়ে সুখে থাকার মানসিকতা তৈরি করুন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রায়োগিক জ্ঞান নিয়ে এগিয়ে যেতে উৎসাহ দিতে হবে। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সেঁজুতি রহমান প্রমুখ।

এইচআর/আরএইচ