ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, মহাসচিব মোল্লা মো. আবু কাওছার, সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার, প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড গঠন, শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরি, ক্যারিয়ার ও জব বিষয়ক সেমিনার আয়োজন, অধিক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের জন্য মেডিক্যাল সুবিধা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য পরবর্তী পরিকল্পনার কথা জানান এবং এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করা হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল উন্নয়ন মূলক কাজের প্রচার ও সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিক সমিতির নেতারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ও সামগ্রিক উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

স্থায়ী আর্ট গ্যালারি উদ্বোধন শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের স্মারক হিসেবে আগামীকাল ২৮ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্মিত ‘রং তুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক স্থায়ী আর্ট গ্যালারির উদ্বোধন ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, গ্যালারি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক রফিকুন নবী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ।

এছাড়াও উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ইটান ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার, ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এমরানুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

এইচআর/এমএ