জবির স্নাতকে ৪৩ হাজার ৪২৭ শিক্ষার্থীর ভর্তি আবেদন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ৪৩ হাজার ৪২৭ শিক্ষার্থী। আগামী ৭ নভেম্বর প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও সমন্বিত গুচ্ছ কমিটির সদস্য সচিব প্রকোশলী মো. ওহিদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ২৪ হাজার ৮৪৯টি, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯ হাজার ৯৮৯টি ও ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৬ হাজার ২৪০টি আবেদন পড়েছে।
এ ছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ৭৮০ জন, চারুকলা বিভাগে ৮৯৭ জন, নাট্যকলা বিভাগে ৩২৭ জন এবং সংগীতে ৩৪৫ জন ভর্তির জন্য আবেদন করেছেন।
মুক্তিযোদ্ধা কোটায় ৩৬১ ও বিকেএসপি কোটায় ৯৩ সহ অন্যান্য কোটায় মোট ৩ হাজার ৩৬ শিক্ষার্থী আবেদন করেছেন।
বিজ্ঞাপন
এমএল/আরএইচ