ঢাকা কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ২৮১ সদস্যের এই কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে মো. শাহীনুর রহমান (শাহীন) ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. দেলোয়ার হোসেন রাসেল স্থান পেয়েছেন।
বিজ্ঞাপন
নতুন এই কমিটির হাত ধরেই রাজপথে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর।
তিনি বলেন, দীর্ঘ যাচাই-বাছাই এবং বিশ্লেষণের পর এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজপথে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন গড়ে তুলবে।
আরএইচ