যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইন্টারকন্টিনেন্টাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তানভীর মুরাদ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রভাষক হিসেবে নিয়োগপত্র পান তিনি।

তানভীর মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে ফার্মেসি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। উচ্চ শিক্ষার জন্য ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের কেমব্রিজ কলেজ থেকে এমবিএ এবং নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করে ক্যালিফোর্নিয়া ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তানভীর মুরাদ ঢাকা পোস্টকে বলেন, নিজের ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে যোগ দেওয়া অনেকটা স্বপ্নের মতো। এটা সারা জীবনের জন্য বিশাল সম্মান। আমার পিএইচডি ইউনিভার্সিটিতে একটা লেকচারার পদ খালি ছিল। কিছু না ভেবেই আবেদন করেছিলাম। আজ আমার প্রফেসর ফোন করে বলল, তানভীর মাই সান, ইউ আর মাই কলিগ ফ্রম টুডে। 

তিনি আরও বলেন, শিক্ষক হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকে দেখে আসছি। আসলে অগণিত মানুষ আমাকে ভালোবাসে।  আমার জন্য দোয়া করে। আপনাদের দোয়ার কারণেই আমার সব সাফল্য এসেছে। আপনাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। 

তানভীর মুরাদ যুক্তরাষ্ট্রের লিন সিটি হলের উপদেষ্টা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

হাসিব আল আমিন/এসপি