র‌্যালি, আলোচনাসভা ও কুইজ প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজে নবম অলিম্পিয়াড- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ঢাকা কলেজ ভেন্যুতে ‘ক’ অঞ্চলের এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা অঞ্চলের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ‘ক’ ও ‘খ' গ্রুপের ১৩৫ জন প্রতিযোগী অংশ নেন। সকালে র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় অলিম্পিয়াডের আনুষ্ঠানিকতা। এরপর দুপুরে প্রতিযোগীরা পরীক্ষায় অংশ নেন। অলিম্পিয়াডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরীফা সুলতানা।

বিকেলে কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেমিকা। রানারআপ হয়েছেন ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রেদওয়ান বিন আমিন।

এদিকে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামসুদ্দোহা ও রানারআপ হয়েছেন ঢাবির একই বিভাগের শিক্ষার্থী মো. মাহবুবুর রহমান। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী এসব প্রতিযোগীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. লোকমান হোসেন ও ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম বলেন, প্রাণিবিদরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু প্রায়শই দেখা যায় যে প্রাণিবিদদের এই ভূমিকাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। তাই বিষয় হিসেবে প্রাণিবিজ্ঞানকে অধিক পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলাই এই অলিম্পিয়াডের উদ্দেশ্য।

আয়োজক কমিটির সদস্য ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইরম জাহান জানান,  ১০টি অঞ্চল থেকে নির্বাচিত দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ বিজয়ীদের নিয়ে পরবর্তীতে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখানে প্রতি গ্রুপ থেকে দুজন করে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হবে। আর বিজয়ীদের দেওয়া হবে ল্যাপটপ ও ট্যাব।

আরএইচটি/কেএ