ঢাবিতে সাউথ এশিয়ান অ্যাকাডেমিক লিডারশিপ ডায়ালগ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী সাউথ এশিয়ান অ্যাকাডেমিক লিডারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) ও সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এই ডায়ালগ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন ইন সাউথ এশিয়ার (এএমডিআইএসএ) সাধারণ অধিবেশনের ফাঁকে ডায়ালগ অনুষ্ঠিত হয়।
এতে দক্ষিণ এশিয়ার প্রধান দেশগুলোর শিক্ষাবিদ ছাড়াও অনুষ্ঠানে এমঅ্যান্ডএস, এডিসন গ্রুপ, বিডিজবস ও বার্জার ইউনিলিভারসহ ৩০টি প্রতিষ্ঠানের শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, গবেষণা সংস্কৃতির অভাবই অধিক কার্যক্ষম এবং অর্থপূর্ণ গবেষণা না থাকার প্রধান কারণ। শুধুমাত্র একক গবেষণা প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে প্রতিষ্ঠানগুলোকে কেস স্টাডি এবং আন্তদেশীয় গবেষণা পরিচালনায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।
সংলাপের প্রথম দিন প্রধান অতিথি ছিলেন ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। সাউথ এশিয়ান অ্যকাডেমিক লিডারশিপ ডায়ালগের সভাপতি অধ্যাপক শেখ মোরশেদ জাহানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক মোহাম্মদ আব্দুল মোমেন।
এইচআর/কেএ