সমাবর্তন ঘিরে গ্রাজুয়েটদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস
সমাবর্তনের আগে গাউন সংগ্রহের পর ফটোসেশনে ব্যস্ত ঢাবি শিক্ষার্থীরা / ছবি : আমজাদ হোসেন হৃদয়
আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে এখন থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। পুরো ক্যাম্পাস মুখর সমাবর্তনপ্রত্যাশী শিক্ষার্থীদের পদচারণায়।
বুধবার (১৬ নভেম্বর) সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কলাভবন, অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, বটতলা, সিনেট ভবন, মল চত্বর, কার্জন হলসহ ক্যাম্পাসের প্রায় সব পয়েন্ট গ্রাজুয়েটদের পদচারণায় মুখর থাকতে দেখা গেছে। কালো গাউন, সমাবর্তনের বিশেষ হ্যাট পরিহিত শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন
গায়ে কালো গাউন আর মাথায় কালো হ্যাট পরে সেলফি, গ্রুপ ফটোসেশনে ব্যস্ত থাকতে দেখা গেছে সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থীদের। কেউ কেউ বন্ধু-বান্ধবীদের সঙ্গে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন, কেউ কেউ প্রিয়জনকে নিয়ে, আবার অনেককেই দেখা গেছে পরিবার-পরিজনদের নিয়ে ছবি তুলছেন। এছাড়া গ্রাজুয়েটদের গাউন, হ্যাট পরে ছবি তুলতে দেখা গেছে জুনিয়র শিক্ষার্থীদেরও। এভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাস মাতিয়ে বেড়িয়েছেন তারা।
বিজ্ঞাপন
এবারের সমাবর্তনে অংশ নেওয়া বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনফাল হোসেন বলেন, আজ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের গাউন দেওয়া শুরু করেছে। ঢাবিতে ভর্তি হওয়ার পর থেকেই এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করছিলাম। আর কয়েকদিন পরই সেই বিশেষ দিন। গাউন পেয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারিনি। মুহূর্তগুলো খুবই ভালো লাগছে।
সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়শা তাসনিম বলেন, মাত্র অনার্স শেষ করেই সমাবর্তন পেয়ে যাচ্ছি এটা আমাদের জন্য বিশেষ কিছু। আজ বন্ধুদের সঙ্গে নিয়ে গাউন সংগ্রহ করেছি। দুদিন আগে পেয়ে ভালোই লাগছে। এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত মূল সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। ঢাবি শিক্ষার্থীরা ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবর্তনে অংশ নেবেন অধিভুক্ত সাত কলেজ এবং ঢাবির উপাদানকল্পে পরিচালিত অন্যান্য কলেজের শিক্ষার্থীরা।
এদিকে সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় সমাবর্তনের বিস্তারিত তথ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে তুলে ধরবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সম্প্রতি এক সভায় ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৫৩তম সমাবর্তনের সব কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এইচআর/এসএম