জাবির নিরাপত্তা কর্মকর্তার গাড়ি চুরি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের আবাসিক বাসা থেকে এক নিরাপত্তা কর্মকর্তার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। বুধবার (১৬ নভেম্বর) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ভুক্তভোগী নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী (সজল)।
নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ শেষ করে বাসায় এসে মোটরসাইকেল নির্ধারিত স্থানে পার্কিং করে রাখি। পরে আরও কয়েকবার দেখেছি, তখন গাড়ি যথাস্থানে ছিল। সেখানে নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্যও ছিলে। রাত ১২টার দিকে গেট লাগানোর সময় দেখি বাইক নেই।
বিজ্ঞাপন
নিরাপত্তা কর্মকর্তা সজল বলেন, এ ঘটনার সঙ্গে সঙ্গে আমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সবাইকে জানাই। তারপর আশুলিয়া থানায় যোগাযোগ করি। আশুলিয়া থানা পুলিশ অভিযোগ দিতে বলেন। আমি মামলা করে এসেছি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানের সবগুলো সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারিনি।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, চোর শনাক্ত করতে আমরা আশুলিয়া থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিজ্ঞাপন
মো. আলকামা/এমএএস