আর্জেন্টিনার হারে ব্রাজিল সমর্থকদের উল্লাস
‘আর্জেন্টিনা হেরে যাওয়ায় বেশ খারাপ লাগছে। তবে হারলেও আর্জেন্টিনা আর জিতলেও আর্জেন্টিনা। তাছাড়া এটাই তো আর শেষ ম্যাচ নয়। সামনের ম্যাচে আমরা আশাবাদী। আজ প্রত্যাশা পূরণ না হলেও আমরা হতাশ নই।’
মঙ্গলবার (২২ নভেম্বর) কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম পর্বের খেলায় এশিয়ার দল সৌদি আরব কাছে হারের পর এভাবেই বলছিলেন আর্জেন্টাইন সমর্থক সজীব জয়।
বিজ্ঞাপন
তিনি বললেন, আজকে আর ফেসবুকে যাওয়া যাবে না। ব্রাজিলের খেলার আগ পর্যন্ত অনেক ট্রল সহ্য করতে হবে। তবে হতাশার কিছু নেই। সামনের খেলায় জয় আমাদের হবেই।
বিজ্ঞাপন
অপরদিকে আর্জেন্টিনার হারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ব্রাজিল সমর্থকদের মাঝে।
শহীদ উল্লাহ নামের এক ব্রাজিল সমর্থক বলেন, আর্জেন্টিনার সমর্থকরা যে অহংকার নিয়ে খেলা দেখতে বসেছিল তা মাটির সঙ্গে মিশে গিয়েছে। উন্নত প্রযুক্তির কল্যাণে অনেকগুলো অফসাইড দেখতে পেলাম। না জানি আগেই এরকম কত অফসাইড গোল বলে চালিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনা হেরে যাওয়ায় আমাদের অনেক আনন্দ লাগছে।
রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হল ঘুরে দেখা যায়, খেলার শুরুতে আর্জেন্টিনার গোলে সমর্থকদের চোখেমুখে উচ্ছ্বাস থাকলেও পরে সৌদি আরবের পাল্টা গোলে দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে। তবে হতাশ না হয়ে শেষ পর্যন্ত ‘এই বুঝি জ্বলে উঠলেন মেসি’ এমন জাদুর অপেক্ষায় আশা নিয়ে বসে থাকতে দেখা যায় তাদের। তবে সেই আশায় গুড়েবালি। সৌদির ২ গোলের পর আরও প্রায় ৫০ মিনিট খেলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
আরএইচটি/এমএ