ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি আয়োজিত ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা-১৭’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে ‘রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠাপর্বে শেখ মুজিব ও সংবাদপত্র’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত।

বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক ও টিভি টুডে এর প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, তৎকালীন পূর্ব বাংলার মানুষ বিদেশি বেতার শুনতে পেত না, টেলিভিশন দেখতে পেত না। রেডিও শুনতে পেত না। এরমধ্যে বঙ্গবন্ধু লাহোরে এবং কোথায় কী করছেন এগুলো খুব ভালোভাবে আমাদের সংবাদপত্র সংগ্রহ ও প্রকাশ করত। বঙ্গবন্ধুর এই খবরগুলো পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার মানসিকতা তৈরি করেছিল। যেখানে বঙ্গবন্ধুর সহযাত্রী ছিল গণমাধ্যম।   

প্রধান অতিথির বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ বাদে বিজ্ঞান, ব্যবসা অনুষদসহ অন্যান্য অনুষদে বাংলাদেশ স্টাডিজ চালু হতে যাচ্ছে। সেখানে বঙ্গবন্ধু, স্বাধীনতা, বুদ্ধিজীবীসহ সবকিছু পাঠ্যসূচিতে থাকবে। সেখানে শিক্ষার্থীরা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

সভাপ্রধানের বক্তব্যে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম বলেন, বঙ্গবন্ধু এবং সংবাদপত্রই নয়, কীভাবে বঙ্গবন্ধু এগিয়ে যাচ্ছিলেন ও বাংলাদেশ রাষ্ট্রের জন্ম সবকিছু আলোচনায় এসেছে। বঙ্গবন্ধুকে নিয়ে আরও গবেষণা আমাদের করতে হবে।

এইচআর/এসএম