বসন্ত বরণে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সাংস্কৃতিক উৎসব
বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। ঋতু রাজকে বরণ করে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ উপলক্ষে বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি এ উৎসবে থাকছে নাচ-গান, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ নানামুখী আয়োজন। নবীন বরণ ও বিদায় সংবর্ধনাও থাকছে।
বিজ্ঞাপন
উৎসবের প্রথম দিনে আবৃত্তি, রবীন্দ্র সংগীত, লোক গান, ছবি আঁকা, কমেডি ও দাবা খেলার আয়োজন করা হবে। দ্বিতীয় দিন থাকবে দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, উপস্থিত বক্তৃতা, ফটোগ্রাফি ও নাচের আয়োজন থাকবে। সবগুলো পরিবেশনায় অংশ নেবেন বিভাগের শিক্ষার্থীরা।
সমাপনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া ও সদ্য বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং দলীয় পরিবেশনায় আবৃত্তি, গান, নাচ, বাদ্যযন্ত্র, নাটিকা ও র্যাম্প শোর আয়োজন থাকবে।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ উৎসব চলবে। এ আয়োজনের উদ্দেশ্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক বাড়ানো। যাতে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গড়ে উঠতে পারে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগী হবে। পহেলা ফাল্গুনে শুরু হতে যাওয়া এই আয়োজনে সকলকে আমন্ত্রণ জানানো হয়।
এইচআর/এসএসএইচ/