ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকার চায়ের দোকানগুলো আবারও সেজেছে ভিন্ন রূপে। চিত্রশিল্পে এবার স্থান পেয়েছে বাঙালির সংস্কৃতির উপাদান। আর তা ফুটিয়ে তোলা হয়েছে দোকানগুলোর দেওয়ালে, চায়ের কেটলিতে, বসার বেঞ্চে ও টেবিলগুলোতে।

গত ছয়দিন ধরে টিএসসি সংলগ্ন চায়ের দোকান ও চত্বরে চিত্রের নান্দনিক ছোঁয়ায় এই শিল্পকর্ম চলছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এই চিত্রশিল্পের কার্যক্রম শেষ হয়েছে।

গতবারের মতো এবারও এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা হলেন মডেল ও অভিনেত্রী মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ এর শিরিন আক্তার শিলা ও তার তিন সদস্যবিশিষ্ট একটি টিম। শিরিন আক্তার শিলাসহ বাকি দুজন হলেন- সীমান্ত সাহা ও জেরিন সিনথি। তাদের মধ্যে শিরিন আক্তার শিলা ও সীমান্ত সাহা ঢাবির পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী। আর জেরিন সিনথি ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থী।

চিত্রশিল্পে এবার যেসব সংস্কৃতির উপাদান ছিল তা হলো: ঘৌড়দৌড়, ষাঁড়ের লড়াই, ঢেঁকি, ধান সিদ্ধ, পাট জাগ দেওয়া, বাংলার যাত্রাপালা, বটের তলায় কবি গানের আসর, গ্রামীণ সার্কাস পার্টি, লাঠিখেলা, নকশিকাঁথা বুনন, নৌকাবাইচ, পালকি ও কনের আগমন ইত্যাদি।

এই উদ্যোগের বিষয়ে শিরিন আক্তার শিলা বলেন, টিএসসির চায়ের দোকানগুলোকে আমরা চিত্রশিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলছি। এর কারণ হলো চায়ের দোকান নেই দেশে এমন রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। বাঙালি হিসেবে চায়ের টং আমাদের একটা মিলনমেলার মতো। অথচ চায়ের দোকানগুলো অনেক নোংরা ও স্যাঁতসেঁতে। যদি বাইরের দেশগুলোকে দেখি তাহলে দেখা যাবে ওরা রাস্তার আশপাশে জিনিসপত্রগুলো তাদের সংস্কৃতির উপাদান দিয়ে সুন্দর করে রেখেছে। তাই এটিতে আমরা শিল্পের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি।

প্রসঙ্গত, গতবছর ফেব্রুয়ারি মাসে টিএসসি এলাকায় চায়ের দোকানগুলোতে ‘দ্বিতীয় অধ্যায় : চায়ের কাপে রিকশাচিত্র’ শিরোনামে চিত্রশিল্পের এই শিল্পকর্ম করা হয়। এবারও তারা ভিন্ন শিরোনামে তাদের শিল্পকর্ম তুলে ধরেছেন। এবারের তাদের শিল্পকর্মের প্রতিপাদ্য হলো ‘দ্বিতীয় অধ্যায়-চায়ের কাপে বাংলার মুখ : চায়ের কাপে হারিয়ে যাওয়া বাংলার রূপ দেখা।’

এইচআর/কেএ