নবীন-প্রবীণদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্টের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ (সিএমএস)।

শনিবার (৮ এপ্রিল) ধানমন্ডির শঙ্করে বিশ্ববিদ্যালয়টির সিএমএস বিভাগ আয়োজিত ইফতার মাহফিল পরিণত হয় এমন মিলনমেলায়।

দীর্ঘদিন পর সবাই কর্মব্যস্ততা ফেলে ছুটে এসেছিলে প্রিয় বিভাগের ইফতারে। বিভাগ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও আনন্দময়।  বিভাগের ৭তম ব্যাচ থেকে শুরু করে ৬৩ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা এতে যোগ দেন।

আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান, ট্রাস্টি বোর্ডের সদস্য খাজা জিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ উল্লাহ মিয়া, বিভাগের শিক্ষক প্রভাষক ইসমাইল হোসেন সিরাজি, প্রভাষক মাহাদী হাসানসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। 

অধ্যাপক মুজিব খান বলেন, সিএমএস বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেকোনও বিভাগ থেকে আলাদা। তিনি এই বিভাগকে ভালোবাসেন এবং এর সাফল্য কামনা করেন। এ ছাড়া সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদেরকে সাবেকদের অনুসরণের পরামর্শ দেন তিনি।

এমজে