সেনাপল্লী হাইস্কুল ২০০৭ ব্যাচের পুনর্মিলনী
‘বন্ধুত্ব চিরদিন’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো সেনাপল্লী হাইস্কুল ২০০৭ ব্যাচের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাজধানীর কচুক্ষেতে থাই গার্ডেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সেনাপল্লী হাইস্কুল ২০০৭ ব্যাচের ৩৬ জন সাবেক শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘ ১৬ বছর পর একসঙ্গে মিলিত হয়ে স্কুলের সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণে মেতে ওঠেন।
বিজ্ঞাপন
এ আয়োজন নিয়ে স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে প্রযুক্তি খাতে কর্মরত আরিফুর রহমান বলেন, অনেক দিন পর পুরনো বন্ধুদের একসঙ্গে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অনেক পুরনো মুখ দেখতে পেয়ে আমার মনে হচ্ছে আমি স্কুল জীবনেই ফিরে গিয়েছি। আশা করব, আমাদের এ আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে বিসিক কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, আজকের অনুষ্ঠানটি আমাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ স্কুল জীবন শেষ হওয়ার পর এটিই আমাদের প্রথম ইফতার পুনর্মিলনী। পুরনো বন্ধুদের দেখে আমার অনেক ভালো লাগছে। এ অনুষ্ঠান আয়োজনের জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
বিজ্ঞাপন