ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ, দোষীদের বিচার এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করে এ দাবি জানান।

>>>ঢাবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

সাদা দলের শিক্ষক নেতারা প্রক্টরকে বলেন, গত ১০ এপ্রিল ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায়। হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলমসহ অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পবিত্র রমজান মাসে ইফতারের পর নেতাকর্মীদের ওপর এ সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাদা দল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রতিনিধি দল আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তাচর্চা ও পালনের প্রধান কেন্দ্র। এখানে ক্রীয়াশীল ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করবে এটিই প্রত্যাশিত। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত এক যুগেরও বেশি সময় ধরে ক্যাম্পাসকে সরকার সমর্থক ছাত্র সংগঠনের একক আধিপত্যের লালনভূমিতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকার সুযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। কিন্তু এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়।

সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে তারা বলেন, আমরা দ্রুত এ অবস্থার অবসান চাই। তাই ক্যাম্পাসে মতের সহাবস্থান এবং মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 

এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সাদা দল প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানায়।

‌‘একই সঙ্গে গত ১০ এপ্রিল সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় প্রতিনিধি দল।’

এ সময় সাদা দলের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রচার সচিব ড. মো. সাইফুদ্দিন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

এইচআর/এমএ