ববির পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেধাবী পাঁচ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। সোমবার (১ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
মনোনীত শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের শামোলিমা শহীদ খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা, জীববিজ্ঞান বিভাগের মো. আল ইমরান ও আইন বিভাগের তাহমিনা আক্তার মুন।
বিজ্ঞাপন
চলতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে ইউজিসি।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ