পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ ৩৩ দিনের ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (০৯ মে) থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, সাপ্তাহিক ছুটি ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে গত ৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়।

দীর্ঘদিন ক্যাম্পাস ছুটি হলেও সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় এগিয়ে আসায় ছুটি শেষ হয়ে যাওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসগুলোতে ফিরে এসেছেন শিক্ষার্থীরা। এতে আবারো প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

এদিকে বন্ধ ক্যাম্পাসে গাছে গাছে ফুটেছে নানান রঙ্গের গ্রীষ্মকালীন ফুল। এর মধ্যে জারুল, কৃষ্ণচূড়া, সোনালী ফুল অন্যতম। এসব ফুল যেন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছে আপন মনে। শিক্ষার্থীরাও ক্যাম্পাসে ফিরে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন।

শিপন তালুকদার/জেডএস