ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিরহাজুল শিবলীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ কর্মসূচি থেকে অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনাসহ বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুন >>> চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো ঢাবি শিক্ষার্থীকে

এছাড়া আহত শিক্ষার্থীর চিকিৎসার সব ধরনের দায়ভার গ্রহণ, যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

প্রতিবাদ কর্মসূচি থেকে বাংলাদেশ রেলওয়েকে ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনার জন্য জবাবদিহি করাসহ ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করতে আল্টিমেটাম দেওয়া হয়। এসময়ের মধ্যে দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীরা রেলভবন ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি জানানো হয়।

উল্লেখ্য, শনিবার (৬ মে) মিরহাজুল ইসলাম শিবলী রাজশাহী থেকে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা ফিরছিলেন। সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এইচআর/এফকে