ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অসুস্থ থাকায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

শুক্রবার (১২ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় বসেন এই তিন শিক্ষার্থী।

বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীবান্ধব। অসুস্থ থাকায় এবং সবার সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকায় তাদের আমরা বিশেষ ব্যবস্থাপনায় মেডিকেলে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিই। কেননা ঢাবিতে পরীক্ষা দেওয়ার সুযোগ একবারই পাওয়া যায়। তাই তাদের আমরা হতাশ করতে চাই না। এছাড়াও আমরা কেন্দ্রগুলোতে সিক বেডেরও ব্যবস্থা রেখেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা তাদের বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়েছি। একজন কো-অর্ডিনেটর, একজন শিক্ষক, একজন কর্মকর্তা এবং চিফ মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে যথাসময়ে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এইচআর/এমএ