ঢাবিতে ক্যাম্পাস পুলিশ ফোর্স গঠনের প্রস্তাব
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিজস্ব পুলিশ ফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে।
বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে এ প্রস্তাব করেন সিনেট সদস্য অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও অধ্যাপক ড. জিয়া রহমান।
বিজ্ঞাপন
বিকেল ৩টা থেকে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত ও ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।
অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পুলিশ বাহিনী করা উচিত। উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পুলিশ রয়েছে। আমরা যদি সেটি করতে পারি, তাহলে আমাদের সিকিউরিটি বাড়বে।
বিজ্ঞাপন
এছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলো বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আনার প্রস্তাব রাখেন তিনি।
অধ্যাপক জিয়া রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ইউনিভার্সিটি পুলিশিং সিস্টেম খুবই জরুরি। এটি একটি সময়ের দাবি। আজকের এই সিনেটে আমি এ দাবি উত্থাপন করছি।
এইচআর/জেডএস