ঢাবির সিনেট অধিবেশনে ডাকসু নির্বাচনের প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তাব করা হয়েছে।
বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে এ প্রস্তাব করেন সিনেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
বিজ্ঞাপন
বিকেল ৩টা থেকে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত ও ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের এই শিক্ষক নেতা বলেন, আজকের এই সিনেট অধিবেশনে আমাদের ছাত্র প্রতিনিধিরা নেই। তারা ছাড়া এই অধিবেশন পূর্ণাঙ্গ নয়। আপনার নেতৃত্বে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছিল।
বিজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তাব জানিয়ে তিনি বলেন, এ বছর না হোক অন্তত আগামী বছর আবারও ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে মাননীয় উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করছি আমি।
বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিনেট অধিবেশনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।
এইচআর/এসকেডি