রোকেয়া বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন ঢাবির এফআর হল ডিবেটিং ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রোকেয়া হলের বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গনের উদ্যোগে দু’দিনব্যাপী (৭-৮ জুলাই) ‘৫ম রোকেয়া বিতর্ক উৎসব-২০২৩' অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান ডিবেটিং ক্লাব এবং রানার আপ হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।
শনিবার (৮ জুলাই) রাতে রোকেয়া হল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিজ্ঞাপন
রোকেয়া হল বিতর্ক অঙ্গনের সভাপতি অর্পিতা গোলদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনার ড. রুমানা ইসলাম, মডারেটর সামশাদ নওরীন এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রোকেয়া বিতর্ক অঙ্গনের সাধারণ সম্পাদক আরজু আফরিন ক্যাথি অনুষ্ঠান সঞ্চালন করেন।
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি ক্লাব। প্রতিযোগিতাটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়। ফাইনালে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবকে ৮-১ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এফআর হল ডিবেটিং ক্লাব। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হোন মুবিন মজুমদার।
ফাইনাল পর্বে বিতর্কের বিষয় নির্ধারিত হয় 'এই সংসদ বিশ্বাস করে লাবণ্যের প্রত্যাখানই নারী জাগরণ'। সরকারি দলের হয়ে বিতর্ক করেন বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের আসিফ আদনান অমি, মো. রহমতুল্লাহ ও নাজমুল হাসান। বিরোধী দলে বিতর্ক করেন এফ রহমান ডিবেটিং ক্লাবের রায়হান উদ্দীন, মুবিন মজুমদার ও সালেহীন ইবনে কবির।
এইচআর/এমজে