রাজধানীর দনিয়া কলেজে হাসান আজিজুল হকের ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ বইটি পাঠ প্রতিক্রিয়ায় ৩৮ জন শিক্ষার্থীকে সনদপত্র এবং পাঁচজনকে সেরা পাঠক হিসেবে বই, সনদপত্র ও উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ টায় দনিয়া কলেজ মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। যৌথভাবে গ্রন্থপাঠ প্রতিক্রিয়ার আয়োজন করে দনিয়া কলেজ ও দনিয়া পাঠাগার।

‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ বইটি ১৫০ জন ছাত্রছাত্রী প্রথমে পাঠ করেন এবং লিখিত আকারে তাদের প্রতিক্রিয়া জমা দেন। সেখান থেকে সেরা পাঁচ পাঠক নির্বাচিত করা হয়।

সেরা পাঁচ পাঠকের নাম— মাইমুন ইসলাম, আফছানা আক্তার মনিরা, আরাফাত রহমান মারুফ, মো. সাইফুল ইসলাম, আকেয়া ইসলাম সাথী।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক ঝর্না রহমানের লেখা ও সুর করা গান পরিবেশন করেন তাহমিনা খন্দকার মুক্তি।

দনিয়া কলেজের অধ্যক্ষ মো. আলমগীর মিয়ার সভাপতিত্বে এবং হাফসা সাবার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন দনিয়া কলেজের সহকারী অধ্যাপক তাহেরা আক্তার, মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

মুখ্য আলোচনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক দনিয়া কলেজ ও দনিয়া পাঠাগারের যৌথ পাঠ কার্যক্রমের প্রশংসা করেন এবং এ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহবান জানান। 

মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর গুরুত্ব তুলে ধরে সকলকে অসাম্প্রদায়িকতার শক্তিতে বলীয়ান হয়ে দেশের সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তিনি।

সকলের সহায়তায় পাঠ কার্যক্রম সফলভাবে সমাপ্ত হওয়ায় দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ দনিয়া কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে সৃজনশীল বই পাঠে দনিয়া পাঠাগারের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

পাঠ কার্যক্রম সফলভাবে সমাপ্ত  হওয়ায় দনিয়া পাঠাগারের সভাপতি দনিয়া কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কথা সাহ্যিতিক ঝর্ণা রহমান। একইসঙ্গে ছাত্র-ছাত্রীদেরকে সৃজনশীল বই পাঠে দনিয়া পাঠাগারের সদস্য হওয়ার আহ্বান জানান তিনি।

এমজে