ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেয়ে আবেগাপ্লুত ড. আতিউর রহমান
অধ্যাপক ড. আতিউর রহমান / ফাইল ছবি
সম্প্রতি সিন্ডিকেটের এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান। এই বিশেষ মর্যাদা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন তিনি।
বুধবার (১৯ জুলাই) অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ করায় আমি সত্যি আবেগাপ্লুত। এর আগেও তারা আমাকে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নিয়োগ করে দারুণভাবে সম্মানিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।’
বিজ্ঞাপন
তিনি আরও লিখেন, ‘সব অর্থেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্ট এক সামান্য মানব সম্পদ। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক হিসেবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মতো সব অসামান্য অর্জনের ঐতিহ্যের অংশীদার হতে পেরে আমিও গর্বিত। আমার শিক্ষার্থী এবং সহকর্মীরাই আমার ঘনিষ্ঠজন। তাদের সাহচার্যে আমি নিরন্তর শিখছি। আমার আজীবনের স্বপ্নের শিক্ষক পরিচয়টিই যেন আমার শেষ পরিচয় হয়।
সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, সিন্ডিকেট সদস্যরা, সংশ্লিষ্ট ডিন এবং আমার বিভাগীয় সহকর্মীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়াও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার সব প্রিয় শুভাকাঙ্ক্ষীদের। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ। সর্বশেষ আমার স্ত্রী ও সন্তানদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই তাদের সহযোগিতার জন্য। তাদের সহায়তার মাধ্যমেই আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি’।
বিজ্ঞাপন
অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. আতিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগের চিঠি আজ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের এ মর্যাদায় আমি ভীষণ আনন্দিত। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণ, আমাদের ব্যক্তিত্ব বিকাশের কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের ঋণের শেষ নেই। সে জায়গা থেকে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং, শিক্ষার মান, গবেষণার মান বাড়াতে যদি আমি সামান্য পরিমাণও অবদান রাখতে পারি সেটা আমার জন্য আনন্দের বিষয়।
এর আগে গত রোববার (১৬ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় ড. আতিউর রহমানসহ ৬ জন খ্যাতিমান শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
অন্যান্য ইমেরিটাস অধ্যাপকরা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।
এইচআর/এসএম