আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হলেন ঢাবির উপ-উপাচার্য
বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
সোমবার (২৪ জুলাই) রাতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞাপন
উপ-কমিটিতে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।
ঢাবির উপ-উপাচার্য ছাড়াও কমিটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেনও রয়েছেন একই পদে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং উপ-কমিটিগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরাসরি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিমকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
এইচআর/এসএম