জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র জাহিদ হাসান শেখ রেক্টাল ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা।

জাহিদের সহপাঠীরা জানান, গত একমাস যাবৎ ইবনে সিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে জাহিদ রেক্টাল ক্যান্সারে আক্রান্ত। এটি গ্রেড থ্রি রেক্টাল ক্যান্সার, দ্রুত চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সারকে জয় করা সম্ভব।  ইতোমধ্যে দেশ ও ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী খুব দ্রুতই চেন্নাই এর সিএমসি হাসপাতালে জাহিদের চিকিৎসা শুরু করা হবে।

জাহিদ ছোট বেলায় সড়ক দুর্ঘটনায় তার মাকে হারান। তৃতীয় বর্ষে পড়াকালীন দুরারোগ্য ক্যান্সারে তার বাবাকে হারান। জাহিদ পরিবারের বড় সন্তান। তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। যা জাহিদের একার পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই তিনি তাকিয়ে আছেন সমাজের বিত্তবান মানুষের দিকে। তাদের একটু সহানুভূতি বাঁচাতে পারে তাকে। 

জাহিদকে সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ (পার্সোনাল)
01781124595

ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার: ০২০০০১২৪৯৯৯৪৫
মো. আল মাহমুদ মুন্না
অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা
রাউটিং নাম্বার ১০০২৬২২৬৭

মো. আলকামা/এএএ