ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ এবং মশার বংশ বৃদ্ধি রোধে রাজধানীর আফতাবনগরে মশক নিধন অভিযান পরিচালনা করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বুধবার (২৬ জুলাই) এ আয়োজন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন কমিউনিটিকে সম্পৃক্ত করে এডিস মশা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও এর আশেপাশের মানুষকে সচেতন করতে র‍্যালি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসে এ মশক নিধন অভিযান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এনামুল হক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম রুহুল আমিনের নেতৃত্বে এ সচেতনতা কর্মসূচিতে যোগ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যদি নিজেদের শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি তাদের আশেপাশে পরিচ্ছন্নতার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে খুব দ্রুত আমরা ডেঙ্গু মোকাবিলা করতে সক্ষম হবো।’

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয়দের উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি।

এমজে